বৃহস্পতিবার, ১৯শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জলবায়ু পরিবর্তন, গ্রীন ক্লাইমেট ফান্ড ও পিকেএসএফ’র পরিবেশ বিষয়ক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বায়াস্থ আশ্রয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আশ্রয়ের সহযোগিতায় অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ। মূখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান।
আশ্রয়ের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. আহসান আলীর সভাপতিত্বে ও আশ্রয়ের সহকারি পরিচারলক মো. আব্দুল ওহাবের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জুলফিকার মো. আখতার হোসেন, রাবি শিক্ষক ড. বখতিয়ার আহমেদ, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুর হাসান মিল্লাত, প্রয়াস নির্বাহী পরিচালক হাসিবুল ইসলাম।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন রাবি শিক্ষক মিজানুর রহমান, মোহনপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, শফিকুল আলম, বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, মাজহারুল ইসলাম, আকরাম আলী, শামীমা বেগম প্রমুখ।