শুক্রবার, ২০শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ‘গুণীজন সংবর্ধনা’র আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন। আগামী ২০ ও ২১ মার্চ বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রাবির সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনার অংশ হিসেবে আরও থাকবে যাত্রাপালা, নাটক ও গান। এই আয়োজনে ক্যাম্পাস মাতাবে ব্যান্ড শিরোনামহীন।