বুধবার, ১৮ই মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বহিপাড়া মহল্লায় বিউটি খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীকে পেটানোর ঘটনায় অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে রহনপুর পৌরসভার বহিপাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে ওই এলাকার কয়েস উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৪০) ও তার স্ত্রী ছবি বেগমকে (৩৫) পুলিশ আটক করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সেন্ডেল ও মোবাইল চুরির অভিযোগে শনিবার বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের বিউটি খাতুন নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে মারধরের ঘটনা ঘটে। এতে সে অভিমানে আত্মহত্যার চেষ্টা করে।