সর্বশেষ সংবাদ :

কোভিড-১৯ এর গণটিকাদান কর্মসূচী উপলক্ষে পবায় সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় কোভিড-১৯ এর গণটিকাদান কর্মসূচী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কোভিড-১৯ এর গণটিকাদান কর্মসূচী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, সহকারী কমিশনার (ভুমি) শেখ এহসান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারী সার্জন ডাঃ মাহাফুজ বিন তাসিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, পবা উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীত শিল্পী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে রাজশাহীসহ সারাদেশে একযোগে এক কোটি নাগরিককে প্রথম ডোজ গণটিকাদান কার্যক্রম দেওয়া উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৯ টি কেন্দ্রে মোট চব্বিশ হাজার গণটিকাদান সম্পন্ন হযেছে এবং আগামী দুইদিন গণটিকাদান কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২ | সময়: ৪:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ