রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে বাজার মনিটরিং বিষয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়।
বৃহস্পতিবার নগরীর হড়গ্রাম বাজার, লক্ষ্মীপুর বাজার ও কাঁঠালবাড়িয়া এলাকায় তদারকিমূলক এ অভিযান পরিচালিত হয়। বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক হাসান আল-মারুফ এ অভিযান চালান।
অভিযানে হড়গ্রাম বাজারের নিয়োগী মেডিকেল স্টোরকে মেয়াদ ১৫ হাজার টাকা, বেনু মাছের আড়তকে জেলি যুক্ত চিংড়ি বিক্রির অপরাধে তিন হাজার টাকা, লক্ষ্মীপুর বাজারের মাসুম মাছ ঘরকে জেলি যুক্ত চিংড়ি বিক্রির অপরাধে দুই হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া কাঁঠালবাড়িয়া এলাকায় মমিন স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহী মেট্রো পলিটন পুলিশের সহায়তায় উপর্যুক্ত অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২ | সময়: ৩:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ