সর্বশেষ সংবাদ :

রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর দাবি

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাচীনতম রেলওয়ে স্টেশন রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দর করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রহনপুর রেলওয়ে স্টেশনসহ পৌর এলাকার সর্বত্র ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রেলবন্দরে বাস্তবায়ন পরিষদের (গোমস্তাপুর- নাচোল-ভোলাহাট) আয়োজনে এ বিশাল মানববন্ধনে দল-মত-নির্বিশেষে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা বাইরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু, সাবেক মেয়র তারিক আহমদ, মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনারদী, জেলা মহিলা আওয়ামী লীগেরসহ-সভাপতি সাবিহা শবনম কেয়া, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম টাইগার, মমিন বিশ্বাস, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম জয়, রেলবন্দর বাস্তবায়ন পরিষদের পক্ষে নাচোল প্রতিনিধি আমানুল্লাহ আল মাসুদ ও গোমস্তাপুর প্রতিনিধি ইয়াহিয়া খান রুবেল।
সভাপতিত্ব করেন রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দরে স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২ | সময়: ৫:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ