সর্বশেষ সংবাদ :

ডব্লিউএইচওর সুপারিশ পেলে ১২ বছরের কম বয়সীদের টিকা

সানশাইন ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ পেলে তারপর দেশে ১২ বছরের কম বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে এক সংবাদ সম্মেলেনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ১২ বছরের কম বয়সী শিশুদের টিকা বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা এখনও কোনো সুপারিশ করেনি। “১২ বছরের কম বয়সী শিশুরা স্কুলে যাবে, ক্লাসও করবে। বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে তাদেরও আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব।” আগামী ২৬ ফেব্রুয়ারি এক দিনে এক কোটি ডোজ টিকাদান কর্মসূচি সম্পর্কে এদিন সাংবাদিকদের বিস্তারিত জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, এক কোটি ডোজ টিকা দেওয়ার পরও টিকাদান কার্যক্রম চলবে। এমনকি প্রয়োজন হলে প্রথম ডোজ টিকাও নেওয়া যাবে। “তবে সেক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। আমরা দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ নিয়ে কিছুটা ব্যস্ত থাকব। আমাদের ক্যাম্পেইন হয়ত থাকবে না, কিন্তু টিকাদান কার্যক্রম বন্ধ হবে না।” এর আগে ১৫ ফেব্রুয়ারি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছিলেন, ২৬ ফেব্রুয়ারি এক দিনে এক কোটি ডোজ টিকা দেওয়ার পর টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে।
অন্যদের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ মঙ্গলবারের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২ | সময়: ৮:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ