বুধবার, ১৮ই মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে ফাহিম (৭) নামে এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর এলাকার কামালপুরে এ ঘটনা ঘটে। মৃত শিশু উপজেলার সন্তোষপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।
ফাহিমের পিতা রেজাউল করিম জানান, সোমবার সকালে খেলতে যাব বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি ফাহিম। দুপুর থেকে রাত পর্যন্ত অনেক খুঁজোখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে হঠাৎ এলাকাবাসী খেসারির ক্ষেতে ফাহিমের মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয়া হয়।
এদিকে শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) দিলীপ কুমার দাস। তিনি জানান প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।