আদমদীঘিতে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই বাসযাত্রী গ্রেফতার

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই বাস যাত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- চাঁদপুরের সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোসলেম ভূইয়ার ছেলে রানা মিয়া (৪০) ও ময়মনসিংহের ভালুকা উপজেলার কাজিম উদ্দিনের ছেলে মাহাবুব আলম (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানায়, এদিন সকাল সাড়ে ৯ টায় নওগাঁ থেকে ঢাকাগামী একতা (ঢাকা মেট্রো-ব ১৫-৫৩৬৫) নাম্বরের একটি বাসে মাদক পাচারের উদ্দেশ্যে যাত্রীবেশে যাচ্ছিল দুই কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেট এলাকায় বাসটি পৌঁছলে তল্লাশী করে দুটি জারকিনে বিশেষ কায়দায় রাখা ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানায়, গ্রেফারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২ | সময়: ৮:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ