সর্বশেষ সংবাদ :

ওয়াসাকে পুনর্বিবেচনার সুযোগ দিতে চায় ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পানির অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন এখন তুঙ্গে। ওয়াসাকে কোনমতেই ছাড় দিতে নারাজ ওয়ার্কার্স পার্টি। পানির দাম বাড়ানোর ঘোষণা আসার পরপরই দলটির নগর কমিটির নেতা-কর্মীরা বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন।
সম্প্রতি মানববন্ধন, ওয়ার্ডে-ওয়ার্ডে গিয়ে লিফলেট বিতরণ, গণসংযোগসহ রিতিমত কলসি হাতে রাস্তায় অবস্থানও নিয়েছেন তারা। হস্তক্ষেপ চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয়েছে স্মারকলিপি। এসব কর্মসূচির পরেও সিদ্ধান্ত থেকে সরে না আসলে ওয়াসা ভবন ঘেরাওয়ের হুমকি দিয়ে আসছিল মহানগর ওয়ার্কার্স পার্টি। এনিয়ে ওয়ার্ডে-ওয়ার্ডে জনমত গঠনের কাজও শুরু করেছেন তারা।
তবে আজ বিকালে শহরের নওদাপাড়া এলাকায় এক পথসভায় মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু জানিয়েছেন, জনস্বার্থে পানির দাম বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ দিয়ে তারা রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) স্মারকলিপি দিতে চান। স্মারকলিপিতে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ৩০টি ওয়ার্ডের মানুষকে নিয়ে ওয়াসা ভবন ঘেরাও করবেন তারা। যতক্ষণ দাম আগের মূল্যে ফেরানো হবে না; ততক্ষণ চলবে অবস্থান কর্মসূচি।
দেবু বলেন, ওয়াসা তাদের সিদ্ধান্ত জোর করে মানুষের ওপর চাপিয়ে দিতে চায়। মানুষের মতামত নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই। তারা নিজেরাও ওয়াসার পানি পান করেন না। আমরা ওয়ার্ডে-ওয়ার্ডে গিয়ে মানুষের মতামত নিয়েছি। কেউ ওয়াসার পানির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেনি। ওয়াসা ব্যর্থ একটি প্রতিষ্ঠান। যে পানি ব্যবহার ও পানের অযোগ্য সেই পানির তিনগুণ দামবৃদ্ধি রাজশাহীবাসী মানতে পারে না। ওয়াসা যদি মানুষের আকঙ্ক্ষা অনুযায়ী সেবার মান নিশ্চিত করতে পারে তবেই তাদের সিদ্ধান্ত বিবেচনা করা হবে।
ওয়ার্কার্স পার্টির ১৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিনুল ইসলাম রেজার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন, মহানগর সম্পাদকমণ্ডলির সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, আব্দুল মতিন, মহানগর সদস্য শামীম ইমতিয়াজ, মহানগর ছাত্রমৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক সম্রাট রায়হান, মহানগর ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সাকিব আল হাসান প্রমুখ। পথসভা সঞ্চালনা করেন মহানগর সম্পাদকমণ্ডলির সদস্য নাজমুল করিম অপু।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২ | সময়: ৮:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ