মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে প্রতিদিন চারটি করে ক্লাস

সানশাইন ডেস্ক: প্রাথমিক স্তরের শিক্ষার্থী (১২ বছরের কম বয়সী) ছাড়া মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। প্রতিদিন একটি শ্রেণির চারটি করে বিষয়ের পাঠদান চলবে। তবে পর্যায়ক্রমে সব বিষয় পড়ানো হবে। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর গত বছর ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরু হলে প্রথমে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীর জন্য প্রতিদিন দুটি করে ক্লাস নেওয়া শুরু হয়। এরপর করোনা সংক্রমণ কমে গেলে প্রতিদিন একটি শ্রেণির শিক্ষার্থীদের চারটি ক্লাস নেওয়ার রুটিন প্রকাশ করে সরকার। প্রতিদিন কয়টি ক্লাস নেওয়া হবে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বছর ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরুর পর সর্বশেষ যেভাবে শ্রেণি পাঠদান চলেছে, সেভাবেই স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি পাঠদান চলবে। যেভাবে চলছিল ঠিক সেই জায়গা থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করবো।’
মন্ত্রী বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে সংক্রমণ যত কমবে, আমাদের ক্লাসের সংখ্যা তত বাড়িয়ে দেবো। আমরা যত দ্রুত পারি ক্লাসের সংখ্যা স্বাভাবিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো।’ ফুল ফেজে কবে থেকে ক্লাস চালু হবে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘যখন দুই ডোজ টিকা সবার হয়ে যাবে, তখন চেষ্টা করবো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে। আমাদের হয়তো আরও অনেক দিন কোভিডের সঙ্গে বাস করতে হবে। সেক্ষেত্রে আমরা দুই ডোজ টিকা নেওয়া হয়ে গেলে মোটামুটি একটা স্বস্তির জায়গায় থাকতে পারবো। আশা করছি, খুব তাড়াতাড়ি সেই জায়গায় চলে যেতে পারবো।’
উল্লেখ্য, গত বছরের নির্ধারিত সর্বশেষ সূচিতে জানানো হয়েছিল, প্রতিদিন প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা চারটি করে ক্লাস করবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শোহেদুল খবির বলেন, ‘গত বছরের রুটিন অনুযায়ী, একাদশ ও দ্বাদশ শ্রেণির শ্রেণিপাঠদান চলবে। তবে যখন শিক্ষা প্রতিষ্ঠান থুলে দেওয়া হয়েছিল, তখন একাদশে শিক্ষার্থীরা ভর্তির হয়নি। শিগগিরই একাদশ ও দ্বাদশ শ্রেণির রুটিন তৈরির নির্দেশনা দেওয়া হবে।’
গত বছরের নির্ধারিত সূচি: সপ্তাহের শনিবার নবম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলবে। রবিবার অষ্টম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলবে। সোমবার সপ্তম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলবে। মঙ্গলবার ষষ্ঠ শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলবে। বুধবার নবম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলবে। বৃহস্পতিবার অষ্টম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলবে।
করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাস রুটিন তৈরির ক্ষেত্রে উপযুক্ত বিষয়গুলো অনুসরণ করতে হবে এবং প্রতিদিন নির্ধারিত চেক লিস্ট অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠাতে হবে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২ | সময়: ৬:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর