বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় পাঠাও চালকসহ নিহত ২

ঢাকা অফিস: বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় পাঠাও চালকসহ ২ জন নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।  নিহতরা হচ্ছেন, ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপয়সা গ্রামের মৃত আব্দুল বারেকের মেয়ে কাজল আক্তার (৩৫),  অপরজন পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার জগৎপুর গ্রামে নুরুল ইসলামের ছেলে পাঠাও চালক রফিকুল ইসলাম সুমন (৪০)। নিহত পাঠাও চালক রফিকুলের ফুফাতো ভাই ফুয়াদ হাসান জানিয়েছেন, তাঁতিবাজার এলাকায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন তিনি। একটি আইপি টিভি বের করার চেষ্টা করছিলেন রফিকুল। পাশাপাশি মোটরসাইকেল রাইড শেয়ারিং (পাঠাও চালক) করতেন।  তিনি বলেন, “আমরা সকালে পুলিশের মাধ্যমে তার মৃত্যুর সংবাদ পেয়েছি।”  এদিকে নিহত কাজলের ভাই রনি আহমেদ বলেন, “সন্ধ্যায় মা হাসিনা বেগমের সঙ্গে কথা বলে বের হন কাজল। রাতে আর ফেরেনি। সকালে পুলিশের কাছ থেকে দুর্ঘটনার খবর পাই।” পাঁচবছর আগে স্বামী সেলিমের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় তিন সন্তান নিয়ে মায়ের সঙ্গে থাকতেন কাজল। একটি বারে কাজ করতেন বলেও জানান তার ভাই। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফুট ওভারব্রিজের নিচে অজ্ঞাত একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যান দুজন। খবর পেয়ে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া শেষে সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২ | সময়: ২:৫৭ অপরাহ্ণ | সুমন শেখ

আরও খবর