সর্বশেষ সংবাদ :

রাবিতে হল থেকে সাইকেল চুরির অভিযোগ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম হল থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (১২ ফেব্রুয়ারী) বিকেল ৫ টা থেকে রাত সাড়ে ৮ আটটার মধ্যে এই চুরির ঘটনা ঘটে বলে জানান ওই শিক্ষার্থী। এ ঘটনায় নগরীর মতিহার থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম রাতুল চক্রবর্তী। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী রাতুল চক্রবর্তী জানান, তিনি শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। প্রয়োজনীয় কাজে শনিবার বিকেল ৫টায় তিনি শাহ্ মখদুম হলে গেছিলেন। এসময় তিনি হলের মুল ফটকে সিঁড়ির কাছে তালা লাগিয়ে সাইকেলটি রেখে দেন। প্রয়োজনীয় কাজ সেরে রাত ৮টায় সাইকেল নিতে আসলে দেখেন সাইকেলটি নেই।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ খোঁজাখুঁজির পরে সাইকেলটি না পেলে কর্তব্যরত গার্ডদের বিষয়টি জানাই। কিন্তু গার্ডরা এ বিষয়ে উদাসীনতা দেখায়। ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকলেও টেকনিশিয়ানের অভাবে, সিসি ক্যামেরার ভিডিও দেখাতে পারেনি হল সুপারভাইজার। বিষয়টি হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানানোর পাশাপাশি মতিহার থানায় লিখিত অভিযোগও দিয়েছি’
এবিষয়ে শাহ মাখদুম হলের প্রাধ্যক্ষ ড. আরিফুর রহমান বলেন, ‘বিষয়টা আসলে দুঃখজনক। গার্ডরা কেনো নিরাপত্তা দিতে পারলো না, সেটা তদন্তের নির্দেশ দিয়েছি হল সুপারভাইজারকে। সিসিটিভি ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। আমরা ভুক্তভোগী শিক্ষার্থীকে হল প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করব।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, চুরির ঘটনার বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থী আমাকে জানিয়েছে। আমি সেই হলের প্রাধ্যক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। আশা করি শীঘ্রই চোরকে শনাক্তকরণ করা সম্ভব হবে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, আমি বাইরে থাকায় ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেছে কিনা সে সম্পর্কে অবগত না। তবে হলের ভিতর থেকে সাইকেল চুরি হয়েছে এটা খুবই দুঃখজনক ব্যাপার। অভিযোগ করে থাকলে আমরা অবশ্যই চোর শনাক্তকরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২ | সময়: ৬:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ