মুন্ডমালা হাটের ইজারা মুল্যে ১ কোটি ৭২ লাখ টাকা

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌর সভার সদরের মুন্ডমালা হাটের এবছর সর্বচ্চ ইজারা মুল্য উঠেছে ১ কোটি ৭২ লাখ টাকা। গত বছরের চেয়ে এবছর ইজারা মুল্যে বেড়েছে ৫৬ লাখ টাকা। গত বছর ইজারা মুল্যে ছিলো ১ কোটি ১৬ লাখ টাকা।
এবছর তহিদুল ইসলাম সিডিউলে ইজারাদার মুল্যে দিয়েছেন ১ কোটি ২৩ লাখ, রামিল হাসান সুইট ১ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা এবং শওকত আলী ১ কোটি ৭২ লাখ টাকা।
মুন্ডমালা পৌর আ’ লীগ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান স্বতন্ত্র প্রার্থী মুন্ডমালা পৌর সভার মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম বারের মত মুন্ডমালা হাটের সর্বচ্চ ইজারা মুল্যে ১ কোটি ৭২ লাখ টাকা।
স্থানীয় সুত্র জানায়, মুন্ডমালা পৌর সভা প্রতিষ্ঠার পর থেকে গত বছরই সর্বচ্চ ইজারা মুল্যে উঠেছিলো ১ কোটি ১৬ লাখ টাকা। এর আগে ১ কোটির মধ্যেই ছিলো মুন্ডমালা হাটের ইজারা মুল্য।
মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান বলেন, পৌর সভা প্রতিষ্ঠার পর এই প্রথম এক ধাপে ৫৬ লাখ টাকা বেশী দিয়ে ১ কোটি ৭২ লাখ লাখ ইজারা মুল্য উঠেছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২ | সময়: ৬:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ