রেলের পেনশন বিকেন্দ্রীকরণ দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার : রেলওয়ে পেনশন ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও স্মরকলিপি দেয়া হয়েছে। রোববার সকালে রেল ভবনের সামনে সর্বস্তরের কর্মচারীরা মানববন্ধনের আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন, রেল শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা ওয়ালী খান, মেহেদী হাসান, মোতাহার হোসেন, এম এ আক্তার ও রেল পোষ্য সোসাইটি রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সুজাউদ্দিন ছোটন। সভাপতিত্ব করেন রেলওয়ে শ্রমিক লীগের রাজশাহী শাখার সভাপতি জহুরুল ইসলাম।
বক্তারা বলেন, রেল কর্মচারী ও কর্মকর্তাদের পেনশন ব্যবস্থাপনা চট্টগ্রামে কেন্দ্রীয় কেন্দ্রীভূত করা হলে সারাদেশের পেনশন ভোগীরা চরম দুর্গতিতে পড়বেন। এ ব্যবস্থাপনা থেকে সরে এসে ঢাকায় কেন্দ্রীয়ভাবে পেনশন ব্যবস্থা চালু করা যেতে পারে। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২ | সময়: ৬:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর