স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় এগিয়ে চলেছে আনসার হোস্টেল নির্মান কাজ। উপজেলা পরিষদের ভেতরে নির্মাণ করা হচ্ছে ইউএনও’র নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যের জন্য হোস্টেল।
রাজস্ব খাতের আওতায় ১৫ লাখ টাকা ব্যয়ে আধাপাকা ভবনটি নির্মাণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ও প্রকৌশলীর তত্ত্বাবধানে এগিয়ে চলছে হোস্টেলটির নির্মাণ কাজ। এরই মধ্যে এগিয়ে গেছে হোস্টেলের অনেক কাজ।
জানুয়ারি মাসে আনসার হোস্টেলটির নির্মাণ কাজ শুরু করা হয়। রোববার সেই হোস্টেলের গেইটবিম ঢালাই করা হয়। হোস্টেলটির নির্মাণ কাজ শেষ হলে দূর হবে আনসার সদস্যের আবাসন সমস্যা। এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডি প্রকৌশল দপ্তরের কার্যসহকারী বলোরাম বিশ্বাস, কাজের ঠিকাদার আহাদ আলী।
হোষ্টেলটির নির্মাণ কাজ শেষ হলে এতে একসাথে ১০-১৫ জন আনসার সদস্য থাকতে পারবেন। আনসার হোস্টেলে বেডরুমের পাশাপাশি রয়েছে বাথরুম ও রান্নাঘর। বেশ কয়েক বার একতলা এই আধাপাকা আনসার হোস্টেলের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২ | সময়: ৬:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ