বাগমারায় উন্নয়ন পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, বাগমারা: বৃহস্পতিবার বাগমারা উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে শুকনো খাবার ও চলমান আশ্রায়ন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে এসে পৌছালে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল জলিল ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনীল কুমার সরকার।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, মৎস কর্মকর্তা রবিউল ইসলাম, খাদ্য কর্মকর্তা মোহাম্মাদ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক,মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিভাগীয় কমিশনার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন ও দুস্থদের মাঝে চাল, ডাল সহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করেন। শেষে বিভাগীয় কমিশনার একই ইউনিয়নের তালতলি গ্রামে চলমান আশ্রায়ন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২ | সময়: ৪:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ