রহনপুরে মেয়রসহ ২৬ জনের মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, কাউন্সিলর, কর্মচারীসহ ২৬ জনের জনের মুক্তির দাবিতে তৃতীয় দিন এক ঘণ্টা কলম বিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। রহনপুর পৌর সভার কর্মকর্তা-কর্মচারি ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন রহনপুর শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বুধবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত পৌর কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপি চলে এ কর্মসূচি।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রহনপুর পৌর সচিব খাইরুল হক, প্যানেল মেয়র-১ জাহানারা পারভীন, কাউন্সিলর মহসিন আলী, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মতিন, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত আপেল, বিল প্রস্তুতকারী ইসমাইল হোসেন, সহকারী কর আদায়কারী জাকির বিশ্বাসসহ অন্য কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য রহনপুর পৌরসভার নুনগোলা প্রসাদপুর এলাকার এক নারীর দায়েরকৃত মামলায় গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল আদালতে মেয়রসহ ২৫ জন জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২ | সময়: ৬:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ