রবিবার, ২৯শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী, ভারপ্রাপ্ত অফিস সহকারী আল-মামুন ও সেলিম রেজার অনিয়ম ও অসদাচরণের প্রতিবাদে তাদের অপসারণের দাবিতে কলম বিরতি পালিত হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ দলিল লেখক সমিতির উদ্যোগে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এই কলম বিরতি পালিত হয়।
শিবগঞ্জ দলিল লেখক সমিতির সহ-সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হক, সহ-সাধারণ সম্পাদক আফান উদ্দিন, সিনিয়র দলিল লেখক, দিলিপ আলী, রাকিমুল হক, গোলাম মোস্তাফা ও হাবিবুর রহমানসহ অন্যরা।
বক্তারা বলেন সকল দলিলে অতিরিক্ত টাকা আদায় ও কথায় কথায় শোকজ করা বন্ধ করতে হবে।
এছাড়া ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে দলিল রেজিষ্ট্রি বন্ধ, সকল দলিল লেখকের সঙ্গে সৎ আচরণসহ জেলা রেজিষ্ট্রারের বেধে দেয়া নীতিমালা মানতে হবে। এসব দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।