রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে আসামিকে। রোববার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাইমুল হক ওরফে মংলা (৪০)। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ মাজারগেট এলাকায় তাঁর বাড়ি। বাবার নাম মৃত সামশুদ্দিন বাগ। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৫ সালের ১৮ নভেম্বর হেরোইনসহ গ্রেপ্তার হয়েছিলেন মাদক ব্যবসায়ী মংলা। এ নিয়ে সেদিন তাঁর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছিল। বিচার শেষে সেই মামলার রায় ঘোষণা করলেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।


প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ | সময়: ৭:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ