সর্বশেষ সংবাদ :

পবায় পুকুর কাটায় দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় গভীর রাতে পুকুর কাটার অপরাধে ভেকু মেশিনসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর দামকুড়া থানা পুলিশ সোমবার রাতে এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান হাবিব। তিনি পবার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে হাবিবুরের দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়। পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন এ রায় দেন। দামকুড়া থানার ওসি মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গভীর রাতে ভেকু মেশিন দিয়ে পুকুর কাটার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। এসময় একটি ভেকু মেশিনসহ পুকুর মালিক হাবিবুরকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেন।


প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২ | সময়: ৭:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ