ঐক্যে পৌচেছে রাজশাহীর সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ

স্টাফ রিপোর্টার : সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ রাজশাহীর আইনজীবীরা একত্রিত হয়ে আসন্ন বার সমিতির নির্বাচন-২০২২ অংশগ্রহণের লক্ষ্যে একাত্মতা ঘোষণা করেছেন বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার রাতে নগরীর একটি রেস্তোরায় নগর আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার স্বপক্ষের আইনজীবীরা বৈঠক করে। এসময় তারা রাজশাহী বার সমিতির নির্বাচনে জয়ের জন্য ঐক্যে আসতে সম্মত হন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার, যুগ্ম-সম্পাদক মো: মোস্তাক হোসেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এ্যাড. মো: ইয়াহিয়া, এ্যাড. মো: ইব্রাহিম হোসেন, এ্যাড. মো: একরামুল হক, এ্যাড. সুশান্ত সরকার, এ্যাড. মো: মুন্জুর জামান মুকুল, এ্যাড. শিরাজী সালেহীন এলেন, এ্যাড. মো: রবিউল হক কাকর, এ্যাড. বজলে তৌহিদ আল হাসান বাবলা প্রমুখ।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, নিজেদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির কারণে রাজশাহীর বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সহ স্বাধীনতার স্বপক্ষের সংগঠনগুলোর আইনজীবীদের নিয়ে গঠিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পরাজিত হয়েছে। তবে সেই ভুল বোঝাবুঝির পরিসমাপ্তি ঘটেছে। মঙ্গলবার রাতে সকলে মিলে ঐক্যবদ্ধ হতে সম্মতি জ্ঞাপন করেছেন। আসন্ন বার সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলকে জয়ী হতে এই ঐক্য ভূমিকা রাখবে।


প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২ | সময়: ৭:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর