নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় উৎসবমুখর ভোট

স্টাফ রিপোর্টার, নাটোর: কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে নাটোর ও বাগাতিপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮ টা থেকে এই দু’টি পৌরসভার ৩৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে এক সাথে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই সাধারন ভোটাররা ভোট কেন্দ্রগুলিতে এসে ভিড় করেন।
এই দুটি পৌরসভায় মেয়র পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ১০২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৩ জন প্রতিদ্বন্দিতা করেন। মোট ৭২ হাজার ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা।
জেলা নির্বাচন অফিসার আছলাম জানান, ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে ৪ প্লাটুন বিজিবি, স্ট্রাইকিং ফোর্স ২টি, পুলিশের মোবাইল টিম ৬টি, ৯টি ওয়ার্ডের প্রতিটিতে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই পৌরসভায় ২ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং র‌্যাবসহ ৬টি টহল টিম ও ৩৯ কেন্দ্রের প্রতিটিতে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। নির্বাচন শান্তিপুর্ণ ও সুষ্ঠু করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।


প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ | সময়: ৬:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ