গোমস্তাপুর সীমান্তে আটক ৮ বাংলাদেশীকে ফেরত

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ওপার বিএসএফের হাতে আটক বাংলাদেশীদের ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা সীমান্তে অনুষ্ঠিত বিজিবি -বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।
১৬, বিজিবির চাঁড়ালডাঙ্গা বিওপি কমান্ডার নায়েব সুবেদার এমদাদুল হক জানান, শুক্রবার দুপুরে ওই সীমান্তের ২১৯/৩, আর পিলার এলাকায় দু’দল কৃষক জমিতে সেচ দেয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় এক পক্ষের ধাওয়ায় ৮ জন কৃষক ভারতীয় সীমান্ত অতিক্রম করলে সেখানে টহলরত ৪৪, বিএসএফের তিলাশন বিওপির সদস্যরা তাদের আটক করে। এদিকে, বিএসএফ কতৃর্ক ফেরত দেয়া ওই বাংলাদেশীদের শুক্রবার রাতে গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বিজিবি।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা করেছে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা।


প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ