অগ্রণী ব্যাংক অফিসার সমিতি নির্বাচন: সভাপতি আনোয়ারুল সম্পাদক ওয়াহিদা

স্টাফ রিপোর্টার: অগ্রণী ব্যাংক অফিসার সমিতির রাজশাহী আঞ্চলিক পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আনোয়ারুল আইয়ুব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওয়াহিদা ইয়াসমিন।
কেন্দ্রীয় পরিষদের তত্বাবধানে রাজশাহী অঞ্চলে কর্মরত ২১২ অফিসারের মধ্যে ২০১ জনের প্রত্যক্ষভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক অফিসার সমিতির কেন্দ্রীয় পরিষদের আয়োজনে শুক্রবার (১৪ জানুয়ারি) রাজশাহী নগরীর নানকিং দরবার হলে এই সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে আনোয়ারুল আইয়ুব ১৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আবুল বাশার পেয়েছেন ২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ওয়াহিদা ইয়াসমিন। অপরপ্রার্থী হাফিজুল ইসলাম পেয়েছেন ৩৭ ভোট।
দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতিত্ব করেন সভার প্রধান অতিথি অগ্রণী ব্যাংক অফিসার সমিতির কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ আহমেদ সালেহ। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক মো. মারুফ জামান কল্লোল, যুগ্ম সম্পাদক মো. তাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আলী নওশাদ মো. মোখছেদুর রহমান, প্রচার সম্পাদক মো. নাজমুল হক মিয়া, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. কবির উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য মো. আতিকুল ইসলাম সেলিম, অগ্রণী ব্যাংক নাটোর অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. রেজাউল শরিফ, সাহেব বাজার কর্পোরেট শাখার উপ মহাব্যবস্থাপক মো. আব্দুল মান্নান। এছাড়া সার্কেল সচিবালয়ে নির্বাহীরা উপস্থিত ছিলেন।
সভায় সঞ্চালনায় ছিলেন, নগরভবন শাখার সিনিয়র অফিসার সোহেল রানা, আঞ্চলিক কার্যালয় সিনিয়র অফিসার মারুফা জাহান।


প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২ | সময়: ৬:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ