১৫ জানুয়ারি নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

প্রেস বিজ্ঞপ্তি: চলতি শীত ও বসন্ত মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার লক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন লাইনে কাছে থাকা গাছের ডাল ছেঁটে ফেলা হবে। এ কাজ করা হবে ১৫ জানুয়ারী। ওই দিন কাজ চলাকালিন সময় নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের (নেসকো) বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ১৫ জানুয়ারি তালাইমারী, মতিহার, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, ফুলতলা, জাহাজঘাট, মিজানের মোড়, খোঁজাপুর, দাঁশমারীসহ আশেপাশের এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই দিনে হাজরাপুকুর, মাসকাটাদীঘি, কালিয়াপাড়া, হাজামপাড়া, বুধপাড়া ফ্লাইওভার, সুইপার কলোনি, মোহনপুর, খড়খড়ি কৃষি ব্যাংকের মোড়, কুখন্ডী, কুখন্ডী খরপা, সোনাপাড়া, কিসমত কুখন্ডী, জয়পুর, মোসলেমের মোড়, বিশ^বিদ্যালয় রেল স্টেশন, চারু কলা অনুষদ, কৃষি অনুষদ, জলিলের মোড়, মেহেরচন্ডী কড়াইতলা, বাদশার ইটভাটা, শিবির বুধপাড়া, মৌলভী বুধপাড়া, মেহেরচন্ডী, মেহেরচন্ডী পুর্বপাড়া, সমশের মন্ডলের মোড়, জিআই স্কুল স্কুল মোড়, দায়রাপার্ক মোড়, মেহেরচন্ডী থান্ডার পাড়া, চক পাড়া, রেজা কোল্ডস্টোরেজ, পশ্চিম বুধপাড়া, নজিরের মোড় এলাকায় সকাল ৭টা থেকে ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও কলাবাগান, লিচুবাগান, হেতেম খাঁ, হোসনীগঞ্জ, বর্নালীর পেছন ও কাদিরগঞ্জ বনপুকুর এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোলাবাড়ী, বায়া, ভুগরইল, নওদাপাড়া, ট্রাক টার্মিনাল, শিহাবের মোড়, সিটিহাট এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সাময়িক এ অসুবিধার কারণে নেসকো কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছেন।


প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২ | সময়: ৬:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর