যেসব কারণে বেশি ছড়াচ্ছে অমিক্রন

সানশাইন ডেস্ক: অতি সংক্রামক ধরন অমিক্রনের কারণে বিশ্বজুড়ে আবার করোনার প্রকোপ শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার বলেছে, অনেকগুলো কারণে অমিক্রনের বিস্তার ঘটছে। গত এক সপ্তাহে বিশ্বে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। এর মধ্যে গতকাল শুক্রবার ডব্লিউএইচওর কারিগরি প্রধান মারিয়া ভ্যান কারকোভে বলেন, ভাইরাসটির সংস্পর্শে কম আসা ও এর সংক্রমণ নিয়ন্ত্রণের বিষয়ে মানুষের ভাবা দরকার। অমিক্রন বিভিন্ন কারণে মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে।
প্রথমত, করোনার নতুন ধরন অমিক্রন বহুবার তার জিনগত রূপ পরিবর্তন করেছে। এ কারণে এই ধরনটি মানুষের দেহকোষে খুব সহজেই ঢুকে পড়তে পারছে। মারিয়া ভ্যান কারকোভে বলেন, ‘দ্বিতীয় কারণ হলো, আমরা যেটাকে বলছি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দেওয়া। এর মানে, করোনাভাইরাসে আগে আক্রান্ত হওয়া ও করোনাভাইরাসের টিকা নেওয়া মানুষজনও আবার ভাইরাসটিতে আক্রান্ত হতে পারেন।’
মারিয়া ভ্যান কারকোভে আরও বলেন, শ্বাসতন্ত্রের ওপরের দিকে ডেলটা ও করোনার অন্যান্য ধরনের তুলনায় ভিন্নভাবে ছাড়াচ্ছে অমিক্রন। এসব কারণ ছাড়া মানুষের আরও বেশি মেলামেশা করা, শীতকাল হওয়ায় উত্তর গোলার্ধের দেশগুলোতে মানুষের বদ্ধ জায়গায় আরও বেশি সময় কাটানো ও শারীরিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়গুলো মেনে না চলার কারণে ভাইরাসটির বিস্তার বাড়ছে। গত সপ্তাহে বিশ্বে প্রায় ৯৫ লাখের করোনা শনাক্তের রেকর্ড হওয়ার কথা জানিয়েছে ডব্লিউএইচও। এর আগের সপ্তাহের তুলনায় শনাক্ত ৭১ শতাংশ বেড়েছে।


প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ | সময়: ৫:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ