সর্বশেষ সংবাদ :

ঐতিহাসিক টেস্ট জয়ে না থেকেও সাকিবের আক্ষেপ নেই

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগ পর্যন্ত নিউজিল্যান্ড সফর মানে ছিল বাংলাদেশের ব্যর্থতার গল্প। একে একে ৩২টি ম্যাচে পরাজয় কেবল হারের বৃত্তটাই বড় করেছে। অবশেষে গত ৫ জানুয়ারি এসেছে ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। ৫ দিন আধিপত্য বিস্তার করে মুমিনুলের দল নিউজিল্যান্ডে জিতে নিয়েছে প্রথম টেস্ট। ওই ম্যাচে ছিলেন না তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মতো প্রাণভোমরারা। তামিম ইনজুরিতে এবং সাকিব ব্যক্তিগত কারণে খেলেননি। তবে কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সঙ্গী হতে না পারলেও আক্ষেপ নেই সাকিবের। এমনটাই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
শুক্রবার স্থানীয় একটি হোটেলে সংবাদ মাধ্যমকে সাকিব বলেছেন, ‘না, বরং অনেক বেশি খুশি হয়েছি যে, আমি ছাড়াই এই টেস্ট জিততে পেরেছি। থাকা না থাকা আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু মনে হয় না। যেটা হয়েছে আমাদের দলটা খেলছে এবং কেমন রেজাল্ট করছে। তো সেদিক থেকে আমি খুবই খুশি, খুবই গর্বিত প্রতিটা খেলোয়াড়, প্রতিটা কোচিং স্টাফের ওপর।’
সাকিব মনে করেন, তরুণ ক্রিকেটাররা বুঝিয়ে দিয়েছেন তারাও দলকে জেতাতে পারেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘মিডিয়া সবসময় যেটা মনে করে, আমরা চার-পাঁচজন ছাড়া খেলোয়াড় নাই। তো আমার ধারণা সেটা একটা ভুল বলে প্রমাণ হলো। তাদেরকে (অন্য ক্রিকেটারদের) যদি এভাবে দায়িত্ব দেওয়া হয়, ভবিষ্যতে আরও ভালো করবে বলে আমি বিশ্বাস করি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব নয়। তবে এটা একটা প্রক্রিয়া হতে পারে বলে মনে করেন সাকিব, ‘একটা টেস্ট ম্যাচ জয় দিয়ে সবকিছু পরিবর্তন হয়ে যায় না। তবে একটা টেস্ট ম্যাচ অনেক কিছু পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি করে। আমার কাছে মনে হয় সেই সম্ভাবনা তৈরি হলো। এই বিশ্বাসটা যদি রাখতে পারি, বিসিবি যদি সেই বিশ্বাসটা রাখতে পারে, আমার কাছে মনে হয় এই টেস্ট চ্যাম্পিয়নশিপেই অনেক ভালো ফল করে দেখাতে পারবো। আমাদের দলটা আরও ভালো করতে সক্ষম।’
আগামী ৯ জানুয়ারি শুরু হবে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। সেখানে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলতে সাকিব ঢাকায় এসেছেন। ঠিক কী চিন্তা করে বিসিএলে খেলা? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘এগুলো (বিসিএল ওয়ানডে) সবই প্রস্তুতির অংশ। কারণ এরপর টানা আন্তর্জাতিক ক্রিকেট আছে। আমি চাই যেন বেস্ট পসিবল ফিটনেস এবং পারফরম্যান্স নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা শুরু করতে পারি। সেটার জন্য এটা ভালো একটা বিল্ডআপ বলে মনে করি।’


প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২ | সময়: ৭:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ