মঙ্গলবার, ১৭ই মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামী হলো রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট গ্রামের জিল্লুর রহমানের ছেলে বাবু(৩৫)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান আরএমপি পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ৬ জানুয়ারি দুপুর পৌনে ৩ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মতিহার থানার কাজলা এলাকায় দুই ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। ওই সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম দুপুর ৩টায় মতিহার থানার কাজলা এলাকা হতে আসামী বাবুকে গ্রেপ্তার করে ও একজন পলিয়ে যায়। এসময় আসামীর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।