Daily Sunshine

শপথ নিলেন পবা উপজেলার নির্বাচিত ৮৪ ইউপি সদস্য

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত ৮৪ জন সংরক্ষিত ও সাধারণ সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছেন। বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সদস্যবৃন্দের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা।
এ সময় এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও পুরুষ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। উল্লেখ্য, ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর রাজশাহীর পবা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পবার সাত ইউপির সংরক্ষিত আসনে ২১জন ও সাধারণ আসনে ৬৩ জন সর্বমোট ৮৪জন নির্বাচিত হন।

জানুয়ারি ০৬
০৫:০১ ২০২২

আরও খবর

[TheChamp-FB-Comments]