র‌্যাংকিংয়ে রাহুলের বড় লাফ, ৯-এ নামলেন কোহলি

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরিয়নে ম্যাচসেরা পারফরম্যান্সের পর আইসিসি টেস্ট খেলোয়াড় র‌্যাংকিংয়ে বড় ধাপ ফেলেছেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে দলকে ১-০ তে এগিয়ে রাখার পথে প্রথম ইনিংসে ১২৩ রান করেন তিনি।
এদিকে ভারতের দুই বোলার যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামিও র‌্যাংকিংয়ে এগিয়েছেন। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে বুমরা তিন ধাপ এগিয়ে নবম স্থঅনে। আর শামি প্রথম ইনিংসে পাঁচটিসহ মোট ৮ উইকেট শিকার করে দুই ধাপ এগিয়ে ১৭ নম্বরে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে ফের নিচে নেমেছেন। দুই ধাপ নেমে তার অবস্থান ৯ নম্বরে। রোহিত শর্মা আগের মতোই পাঁচ নম্বরে।
দ্বিতীয় ইনিংসে ৭৭ রানের লড়াকু ইনিংস খেলা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও ওপেনার ডিন এলগার দুই ধাপ লাফ দেন, তিনি এখন ১৪তম ব্যাটসম্যান। ৫২ ও ৩৫ রান করে টেম্বা বাভুমা ১৬ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে। সাত উইকেট শিকার করা কাগিসো রাবাদার এক ধাপ উন্নতি হয়েছে, তিনি ষষ্ঠ স্থানে। ম্যাচে ৮ উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিডি। ১৬ ধাপ উন্নতি হয়েছে তার, ৩০ নম্বরে এই প্রোটিয়া পেসার।


প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ | সময়: ৪:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ