নাচোলে আ’লীগের দু’গ্রুপের কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ।
সোমবার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খাঁনের আহবানে সকাল ১০টায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের নারী ঘটিত কেলেংকারী কারনে তাকে দল থেকে বহিস্কার ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অপসারনের দাবী মানববন্ধন কর্মসূচীর আহবান করেন।
অপরদিকে, নাচোল উপজেলা চেয়ারম্যান একই স্থানে আওয়ামী লীগের সমাবেশ আহবান করায় সংঘর্ষের আংশকায় নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ ওই দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ধারা ধারা জারি করেন। ফলে উভয় গ্রুপের লোকজন মানববন্ধন ও সমাবেশ করতে পারেনি।
দুপুর ১.৩০ মিমিনটে নাচোল পৌরসভার পৌর মেয়রের কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন এক সংবাদ সম্মেলন করে পরে দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম।
আবুল হোসেন সাংবাদিকদের বলেন, আমরা আইন প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ন মানববন্ধান কর্মসূচী বন্ধ করেছি। তবে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের এই অপকর্মের জন্য দল থেকে বহিষ্কার ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অপসারন চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সারাদিন কোন ধরনের সংহিংসা লক্ষ্য করা যায়নি। বাসস্ট্যান্ড মোড়সহ বিভিন্ন মোড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, সোমবার একই স্থানে একই সময়ে আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় সংঘাতের আশংকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।


প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২ | সময়: ৭:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর