বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা

সানশাইন ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে প্রবেশ করতে দিচ্ছে না ভারত। তবে যেসব শিক্ষার্থীর প্রবেশপত্র আছে বা যাদের পরীক্ষার সময় কাছাকাছি তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে। বুধবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি (তদন্ত) মুজিবর রহমান একথা জানান।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্টুডেন্ট ভিসায় কাউকে না পাঠাতে মৌখিকভাবে আমাদের জানিয়েছে। তাই আপাতত শিক্ষার্থীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।’ তবে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ভারতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে এই নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশে অধ্যায়নরত ভারতীয়দের যাতায়াতে কোনো প্রতিবন্ধকতা নেই।


প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১ | সময়: ৪:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ