শেষ সময়ে স্বচ্ছ নির্বাচন দিতে আমরা বদ্ধপরিকর

সানশাইন ডেস্ক: নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দেয়ায় লক্ষ্যে আপনারা আপনাদের নিজ নিজ দ্বায়িত্ব পালন করবেন। আপনাদের কোনো কর্মকাণ্ড দ্বারা যেন নির্বাচন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সবাই সচেতন থাকবেন। আমাদের শেষ সময় আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
বুধবার পটুয়াখালীর কলাপাড়ায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় কমিশনার কবিতা খানম এসব কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।
অন্যান্যের মধ্যে ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, সহকারী পুলিশ সুপার আহম্মদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর কলাপাড়া উপজেলার চাকামইয়া, টিয়াখালী এবং নীলগঞ্জ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে টিয়াখালী এবং চাকামইয়া ইউপির ভোট ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১ | সময়: ৪:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ