Daily Sunshine

চাঁপাইনবাবগঞ্জে শীতের প্রকপে বাড়ছে ডায়রিয়া

Share

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন ধরেই শীতের আমেজ আর সেই সাথে সাথে ঠান্ডা আবহাওয়ায় বাড়ছে শিশুদের ডায়রিয়া। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
২৫০ শয্যা জেলা হাসপাতালের জুনিয়র কনসারাটেন্ট (শিশু) ডা. মাহফুজ রায়হান বলেন, এটা শীতকালীন রোটাভাইরাল ডায়রিয়া। প্রায় ৫ থেকে ৭দিন ধরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ৫০ এর বেশী শিশু রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। পক্ষান্তরে ৩০ থেকে ৪০ জন শিশু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তবে ডায়রিয়া জনিত করণে কোন রোগীর মৃত্যু ঘটেনি।
অভিভাবকদের সচেতন হবার পাশাপাশি, বেশী বেশী করে পরিস্কার-পরিচ্ছন্ন থাকা এবং বাড়িতে বা আসে-পাশে কেউ আক্রান্ত হলে তাকে চিকিৎসার পাশাপাশি আইসোলেশনে রাখতে হবে। আক্রান্ত শিশুকে অন্যান্য বাচ্চা থেকে আলাদা রাখলেও প্রতিকার পাওয়া সম্ভব।

ডিসেম্বর ২৩
০৪:২১ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]