রাবির লতিফ হলের উন্নয়নমূলক কাজের উদ্বোধন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলে বিচারপতি মো. বজলুর রহমান পাঠাগার, হল ডাইনিং ও হলের পূর্ব ব্লকের তৃতীয় তলার ছাদসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এসব কাজের উদ্বোধন করেন।
এসময় উপাচার্য বলেন, পাঠাগারকে বিদ্যার মহাসাগর বলা হয়। লাইব্রেরি অতীত ও বর্তমানকে একসঙ্গে ধরে রাখে। সে জ্ঞানের আঁধার রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন করে দিয়েছে। লাইব্রেরি যতদিন থাকবে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করবে, বজলুর রহমান শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তিনি তার কর্মের জন্য আমাদের কাছে বেঁচে থাকবেন। আশির দশকে সব আন্দোলনে বজলুর রহমান সক্রিয় ছিলেন। তিনি ছাত্রদের কল্যাণে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।
উদ্বোধনী শেষে হলের অডিটোরিয়ামে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গল্পকথন পর্বের আয়োজন করা হয়। গল্পকথন পর্বে হলের প্রাক্তন শিক্ষার্থীরা হলটিকে ঘিরে বিভিন্ন স্মৃতিচারণ করেন।
এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া তহমিনা সরকারের সঞ্চালনায় উপাচার্যসহ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম এবং হল প্রাধ্যক্ষ এক্রাম হোসেন।


প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১ | সময়: ৪:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ