বাগমারায় উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার, বাগমারা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারায় শেষ দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীগণ মনোয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার দিনব্যাপি প্রার্থীরা আনন্দঘন পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে নরদাশ ইউনিয়নে প্রথম বারের মতো দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল। দলীয় নেতা কর্মীদের নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন।
সেই সাথে একই কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার বিএসসি, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর সহ নেতৃবৃন্দ।
অপরদিকে নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে দ্বীপপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি নৌকার প্রার্থী আব্দুল হামিদ মনোনয়নপত্র দাখিল করেছেন। ইতোপূর্বে তিনি ৬ বার ওই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মখলেছুর রহমান দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মকছেদ আলী সহ নেতৃবৃন্দ।
একই ভাবে যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশা কৃষি অফিসার ও রিটানিং কর্মকর্তার হাতে মনোনয়ন ফরম দাখিল করেন তিনি। প্রথম বারের মতো তিনি নৌকার মনোনয়ন পেয়েছেন।
এ সময় তার সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসদুজ্জামান আসাদ, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ নেতৃবৃন্দ।
সেই্ সাথে কৃষি অফিসার ও রিটানিং কর্মকর্তার হাতে যোগীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন মাজেদুল হক সোহাগ। তার সাথে ছিলেন, জুলফিকার আলী আলিম, মজনু, নজরুল ইসলাম সহ নেতৃবৃন্দ।
পাশাপাশি কৃষি অফিসার ও রিটানিং কর্মকর্তার নিকট ঝিকরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, আব্দুল হামিদ ফৌজদার। দ্বিতীয় বারের মতো তিনি নৌকার মনোনয়ন পেয়েছেন।
এ সময় তার সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মানিক প্রামানিক সহ নেতৃবৃন্দ।
এছাড়াও দলীয় নেতৃবৃন্দ সাথে নিয়ে চেয়ারম্যান পদে প্রথম বারের মতো উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটানিং অফিসার রাজিবুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন নৌকার প্রার্থী সানোয়ারা খাতুন। সেই সাথে চেয়ারম্যান পদে একই দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন সাফিনুর নাহার। তিনি গতবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, ওয়াজেদ আলী, আব্দুল জব্বার মন্ডল, মতিউর রহমান সহ নেতৃবৃন্দ।
উপজেলা প্রকৌশলীর দপ্তরে শুভডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোশারফ হোসেন মনোনয়ন ফরম দাখিল করেন। পাশাপাশি কৃষি অফিসারের কার্যালয়ে হামিরকুৎসা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন রাশেদুল হক ফিরোজ, বেলাল উদ্দীন শাহ, আহসান হাবিব রুমি এবং যোগীপাড়া ইউনিয়নে পুনরায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন মোস্তফা কামাল।
এদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর এবং ৫ জানুয়ারী এক যোগে অনুষ্ঠিত হবে উপজেলার ১৬ টি ইউনিয়নে নির্বাচন।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১ | সময়: ৫:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ