রবিবার, ২৯শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাণীহাটি হরিনাকুন্ডু নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হরিনাকুন্ডু গ্রামের গুদড় আলীর ছেলে আব্দুল লতিফ (৫২)।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, রানিহাটি বাজার থেকে বাড়ি ফেরার সময় হরিনাকুন্ড এলাকায় রাস্তা পর হবার সময় একটি পণ্যবাহি ট্রাক আব্দুল লতিফকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। থানায় একটি ইউড মামলা হয়েছে।