সর্বশেষ সংবাদ :

পবায় নির্বাচনের ফলে আপত্তি জানিয়ে পুনরায় ভোট গণনার আবেদন

স্টাফ রিপোর্টার: তৃতীয় ধাপে অনুষ্ঠিত রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলে আপত্তি জানিয়েছেন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মেহেরুন্নেসা। মঙ্গলবার পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর এক আবেদনের মাধ্যমে এই আপত্তি জানান তিনি। গত ২৮ নভেম্বর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মাইক প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি।
আবেদনে তিনি উল্লেখ করেন, উক্ত নির্বাচনে ৬ নং ওয়ার্ডের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ও মহিলা ভোট কেন্দ্র ছিলো। মহিলা কেন্দ্রের ফলাফলের কপি আমাকে দেওয়া হয় নি। ঐ কেন্দ্র ছাড়া বাকি কেন্দ্রগুলোর হিসেবে মৌখিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। কিন্তু সবগুলোর কেন্দ্রের হিসেবে আমার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। তাই নির্বাচনের ফলে আপত্তি প্রকাশ করে পুনরায় ভোট গণনা করে গেজেট প্রকাশের আবেদন করেন তিনি।


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১ | সময়: ৬:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর