সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে নভেম্বর মাসেই ১৪ নারী ও শিশু নির্যাতনের শিকার

স্টাফ রিপোর্টার: নভেম্বর মাসে ১৪ জন নারী ও শিশু নির্যাতিত হত্যা ২, আত্মহত্যা ৫, ধর্ষণ ৫ জন, ধর্ষণ চেষ্টা ১, নিখোঁজ ১ জন নারী ও শিশু। উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) অত্র জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে।
লফস মনে করে অত্র অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। যৌতুক ও পরকীয়ার কারনে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। বিষয়গুলো কারও জন্য সুখকর নয়।
নভেম্বর মাসে অমানবিক কিছূ ঘটে যাওয়া ঘটনার চিত্র – পুঠিয়া উপজেলার বেলপুৃকুর এলাকায় বোনের বাড়িতে বান্ধবীকে ধর্ষণের অভিযোগ এক কলেজ ছাত্রের বিরুদ্ধে, নগরীর মতিহার থানাধীন বাজে কাজলা বৌ-বাজার এলাকায় নিজ বসত ঘরের তালা ভেঙ্গে খাটের নীচ থেকে সাজেদা বেগম (৭০) নামের নারীকে গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে হত্যা করার অভিযোগ,পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের ডালিয়া (১৯) নামের গৃহবধূ এক মাসেও উদ্ধার হয়নি, বাগমারার গোয়াল কান্দি ইউনিয়নের আওরঙ্গবাদ গ্রামে শরিফা বিবি (৫০) নামের গৃহবধু গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা অভিযোগ, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিরকামড়া গ্রামে স্বামীর উপর অভিমান করে উজালা আক্তার (২২) নামের গৃহবধু’র বিষপানে আত্মহত্যা।
বাঘার হেলালপুর গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৮) কে ধর্ষণের অভিযোগ, দুর্গাপুর উপজেলার সিংগা গ্রামে হোজা নদীর কিনারে ফুসলিয়ে বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের মনোবিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্রী বিউটি খাতুন (২০) “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়” নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, নগরীর চন্দ্রীমা থানাধীন মেহেরচন্ডী করাইতলা বৌ বাজার বাগান পাড়া এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে রুকাইয়া আক্তার রিতু (১৪) নামের স্কুল ছাত্রী’র আত্মহত্যা, বাগমারা উপজেলার গনিপুর গ্রামে পানের বরজ থেকে স্কুলছাত্র হাবিবুর রহমান (১৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার, গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের খয়রা হাজরা পুকুর গ্রামে অহেদুল ইসলাম (১৮) নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের নারায়নপুর গ্রামের মাহাবির দ্বারা (১০) বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নগরীর ডাসমারী এলাকায় ৫বছরের শিশুকে এক কিশোরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এর ঘটনাগুলো সকলের জন্য উদ্বেগজনক। লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়।
রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী – শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দিষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১ | সময়: ৬:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ