Daily Sunshine

ধামইরহাটে মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Share

ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডলের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত ২০ অক্টোবর সকালে ডায়াবেটিস, লিভার,শ্বাসকস্টসহ বিভিন্ন কারণে অসুস্থ্য হয়ে পড়লে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহে.. রাজেউন।
২১ অক্টোবর সকাল ৯ টায় মরহুমের নিজ গ্রাম উপজেলার চকময়রামে জানাযার পূর্বে মৃত ডা. ছলিম উদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডলকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ, ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মাসুদ রানা, নওগাঁ জেলা পুলিশের এ.এস আই বেলাল হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
জীবদ্দশায় তিনি ইউপি সদস্য হিসেবেও জনসেবা করেছেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

অক্টোবর ২৩
০৬:০১ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]