মঙ্গলবার, ১৭ই মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা হ্যান্ডবল সমিতির সহায়তায় রাজশাহী জেলা হ্যান্ডবল লীগ-২০২১ আগামী ২০ নভেম্বর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে উক্ত হ্যান্ডবল লীগে অংশগ্রহণকারী ১২টি ক্লাবকে ১০ হাজার করে টাকা আর্থিক অনুদান প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও জেলা হ্যান্ডবল সমিতির সাধারণ সম্পাদক মোঃ মামুনার রশিদ বাচ্চু।
এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী অনু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন সহ ১২টি ক্লাব প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।