Daily Sunshine

গোদাগাড়ীতে বিএনপি নেতা ও আ’লীগ বিদ্রোহীরা স্বতন্ত্র

Share

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ১০৪ জন ও সাধারন ওয়ার্ডে সদস্য পদে ৩৩৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, ১নং গোদাগাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত পদে ৮জন, সাধারন ওয়ার্ডে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগ মনোনীত মাসিদুল গণি মাসুদ, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, স্বতন্ত্র প্রার্থী যুবদল নেতা তোহিদুল ইসলাম।
২ নং মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যানে পদে ৭ জন, সংরক্ষিত ১৫ ও সাধারণ ৪৭ জন মনোনয়ন পত্র দাখিল করে। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত খাইরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন জনি, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রুহুল আমিন, স্বতন্ত্র প্রার্থী রাজু আহমেদ, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আবু বাক্কার ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলী।
৩নং পাকড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ১৬ জন ও সাধারনে ৩৬ জন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত জালালউদ্দীন, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আনারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা জিন্নাত আলী।
৪ নং রিশিকুল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ১০ জন ও সাধারণে ৩৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছে। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান মুকুল, স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ইসমাইল হোসেন।
৫ গোগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ১০ ও সাধারণে ৪১ জন মনোনয়ন পত্র দাখিল করেছে। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান, জাতীয় পাটি মনোনীত নিজামউদ্দীন, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা হযরত আলী, স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব।
৬ নং মাটিকাটা ইউনিয়নে চেয়ারম্যানে পদে ৪ জন, সংরক্ষিত ১০ ও সাধারণে ৪১ জন মনোনয়ন পত্র দাখিল করেছে।চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান শহিদুল করিম শিবলী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সোহেল রানা, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মাসাউল করিম, স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা আসরাফুল ইসলাম।
৭নং দেওপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ১০ জন ও সাধারণে ৩৭ জন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেলালউদ্দীন সোহেল,স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন বাবু, স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইকবাল।
৮নং বাসুদেবপুর ই্উনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত ১৩ জন ও সাধারণে ৩৯ জন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা হাবিবুর রহমান বেবি, স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রদল নেতা মাহফুজুর রহমান ডালিম ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর হান্নান।
৯ নং আষাড়িয়াদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন,সংরক্ষিত ১২ জন ও সাধারণে ২৯ জন। চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চাদ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আসরাফুল ইসলাম ভোলা, স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা মনিরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা। আষাড়িয়াদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন শহিদুল ইসলাম।
কিন্তু তিনি মনোনয়ন দাখিল করেননি।

অক্টোবর ১৮
০৪:৫৯ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]