Daily Sunshine

রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পুলিশ লাইন্স ড্রীলশেডে রবিবার বেলা ১০টা থেকে এই সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার)। এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, ফোর্সবৃন্দ ও সিভিল স্টাফগন উপস্থিত ছিলেন।
কল্যাণ সভায় উপস্থিত ফোর্সদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা, লজিস্টিক সাপোর্ট ও অবকাঠামো উন্নয়ন বৃদ্ধিকরনসহ কল্যাণকর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া সম্প্রতি পিআরএল এ যাওয়া দুইজন পুলিশ সদস্যকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন পুলিশ সুপার। দুপর ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। প্রত্যাশিত আইনগত সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে গুরত্বারোপ করা হয়। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়। সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শারদীয় দুর্গাপূজা ২০২১ অনুষ্ঠিত হওয়ায় পুলিশ সুপার দায়িত্ব পালনকারী সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান। একই সাথে বিভিন্ন ক্যাটাগরিতে কাজের ক্ষেত্রে সাফল্য অর্জনকারী অফিসার-ফোর্সদের পুরস্কৃত করেন সম্মানিত পুলিশ সুপার।

অক্টোবর ১৮
০৪:৪৯ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]

সর্বশেষ