Daily Sunshine

বড়াইগ্রামে ১০ বিদ্রোহীসহ আ’লীগে ১৭ মনোনয়ন দাবী

Share

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত পাঁচ ও ১০ জন বিদ্রোহী প্রার্থীসহ মোট ১৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৬১ জন এবং সাধারণ ওয়ার্ডে ২১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার মনোনয়ন জমাদানের শেষ দিনে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে এসব প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। আওয়ামীলীগ দলীয় বিদ্রোহী প্রার্থীদের মধ্যে চান্দাই ও গোপালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান যথাক্রমে আনিসুর রহমান ও আব্দুস সালাম খানও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া নগর ইউপি নির্বাচনে জাসদ মনোনীত প্রার্থী আবুল হাশেম ভান্ডারী এবং গোপালপুর ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হক নিজ নিজ মনোনয়ন জমা দিয়েছেন। তবে বিএনপি-জামায়াতের কোন প্রার্থী এবারের নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন বা জমা দেননি বলে জানা গেছে। সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে বড়াইগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

অক্টোবর ১৮
০৪:৪৮ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]

সর্বশেষ