Daily Sunshine

করোনা নেগেটিভ হলেন এমপি আয়েন

Share

স্টাফ রিপোর্টার: এমপি আয়েন করোনা নেগেটিভ হলেন। শনিবার নমূণা পরীক্ষায় রিপোর্ট নেগেঠিভ হয়েছেন। এমপি আয়েনের ব্যক্তিগত সহকারি ইকবাল আহমেদ জানান, শনিবার সকালে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা এন্টিজেন পরীক্ষার জন্য নমুনা দেন। এদিন বিকালে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।
তিনি আরো জানান, করোনা পরীক্ষার আগে থেকেই শরীরে জ্বর অনুভব করছিলেন এমপি আয়েন উদ্দিন। পাশাপাশি তিনি সর্দি কাশিতেও ভুগছিলেন। গত শনিবার (৯ অক্টোবর) সকালে তিনি করোনা পরীক্ষার নমুনা দেন। এদিন দুপুরে তার রিপোর্ট পজিটিভ আসে। পবার নওহাটার বাসায় আইসোলেশনে ছিলেন।
এমপি আয়েন উদ্দিনের সাথে সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, করোনা পজিটিভ হওয়ার পর আমার শুভানুধায়ীগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন পর্যায়ের সুহৃদ, আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধব ফোন করে নিয়মিত খবর নেয়ার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া মাহফিল, প্রার্থনা ও সাহস যুগিয়েছেন। আমি স্বশ্রদ্ধ চিত্তে তাঁদের প্রতি কৃতজ্ঞ। সর্বোপরি পরম করুণাময় আল্লাহর কাছে সকলকে করোনা মুক্তির জন্য দোয়া করছি।

অক্টোবর ১৭
০৪:৪৪ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]