Daily Sunshine

হলোখানা ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার বকনা বাছুর বিতরণ

Share

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখান ইউনিয়নের হতদরিদ্র নারী পুরুষদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ করছে হলোখানা ইউনিয়ন সমাজ সংস্থা। হলোখানা ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কুলসুুম বেগমের সভাপতিত্বে ইউপির হতদরিদ্রে নারী পুরুষের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু ব্যস্ততার কারণে আসতে না পারায় এক বার্তায় বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানটি সাফল্য কামনা করেন এবং বাস্তবায়নকারীর সংস্থার সংশ্লিষ্টদের সহ বাংলাদেশ এনজিও ফান্ডেশনকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উমর ফারুখ, সাবেক চেয়ারম্যান আজিজুল হক, ডায়াবেটিকস হাসপাতাল কুড়িগ্রামের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করীম রেজা।
এসময় বিশেষ অতিথিরা সংস্থাটির বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের প্রশংসার পাশাপাশি হত দরিদ্রের মাঝে বকনা বাছুর বিতরন করায় অর্থায়নকারী প্রতিষ্ঠান ও বাস্তবায়ন কারী সংস্থাকে ধন্যবাদ জানান। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্খায়নে হলোখানা সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সাতটি বকনা বাছুর সাতজন হত দরিদ্র নারী পুরুষের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত হত দরিদ্র মানুষগুলো খুশি হয়ে বলেন, এ বাছুর লালন পালনের মাধ্যমে আমরা ঘুরে দাড়াবো। গত বুধবার ১৩ অক্টেবর সকালে সংস্থার কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলোখানার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল আলম। সার্বিক তত্ত্বাধানে ছিলেন মনছুর আলী।

অক্টোবর ১৭
০৪:৩৮ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]