Daily Sunshine

গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

Share

গোমস্তাপুর প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রহনপুর কলোনি মোড়স্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী, রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ,বাংগাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদেরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ ফিটু, গোলাম রাব্বানী বিশ্বাস, মঈনুদ্দীন, হালিমা বেগম, শহিদুল ইসলাম প্রমূখ।সভাশেষে সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা এক সভা অনুষ্ঠিত হবে। পরে দলীয় মনোনয়ন পাওয়া ৮ জন ইউপি চেয়ারম্যান প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম তুলে দেওয়া হয়।

অক্টোবর ১৫
০৫:১১ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]