Daily Sunshine

ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

Share

স্টাফ রিপোর্টার: কয়েকদিন থেকে অস্বস্তিকর গরম। এমন গরমে অতিষ্ট প্রাণ। এ সময় যেখানে মানুষ শীতের আগমনী বার্তা শুনতে পায়, সেখানে গরমে যেন হাসফাশ অবস্থা। তবে, বৃহস্পতিবার দুপুরে কিছুক্ষণের বৃষ্টি যেন প্রকৃতিতে স্বস্তি এনে দিয়েছে।
রাজশাহীতে ১৮ দশমিক ৬ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। বেলা ১২টা ৩৫ মিনিটে শুরু হয় এই বৃষ্টিপাত। দুপুর একটা পর্যন্ত অর্থাৎ ২৫ মিনিটে এই বৃষ্টিপাত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, এখন পৌনে দুইটা বাজে। তবুও বৃষ্টিপাত হচ্ছে। এই আবহাওয়া শুক্রবার পর্যন্ত থাকবে।
তিনি বলেন, বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অক্টোবর ১৫
০৫:০৮ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]

সর্বশেষ