Daily Sunshine

‘অশুভ শক্তি দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে’

Share

স্টাফ রিপোর্টার: দেশে অশুভ শক্তি অস্থিতিশীলতা ও সাম্প্রদায়িক কলহ তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। বর্তমানে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অঁটুট বন্ধন রয়েছে তা বিনষ্টে তৎপর অপশক্তি ষড়যন্ত্রমূলকভাবে পরিকল্পিত ঘটনা ঘটাতে চাচ্ছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু যৌথ বিবৃতিতে এ কথা বলেন। ষড়যন্ত্রকারীরা যে উদ্দেশে কুমিল্লার নানুয়া দীঘির ঘটনা ঘটিয়েছে তা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশ ও মানুষের কল্যাণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে। সম্প্রীতির বাংলাদেশে কোনো অশুভ শক্তির ঠাঁই হবে না।
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব ষড়যন্ত্রকারী বিরুদ্ধে সতর্ক থাকতে হবেভ যারা গুজব রটাচ্ছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। সহিষ্ণুতা ও সহমর্মিতার মাধ্যমে যে কোনো সাম্প্রদায়িক চক্রান্ত রুখে দিতে সকলকে অনুরোধ জানানো হয়।.

অক্টোবর ১৫
০৫:০১ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]